গণমাধ্যম বিএনপির সমাবেশের ছবি বড় করে দেখাচ্ছে: কাদের
    			
    			
    			
    			    বিএনপির সমাবেশে যত মানুষ হয়, দলের নেতারা তার চেয়ে অনেক বেশি দাবি করছেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এও বলেছেন, গণমাধ্যমগুলো এমনভাবে ছবি তোলে, যাতে সমাবেশগুলোকে বেশ বড় বলে মনে হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের…